• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

শীত আয়োজন

মজাদার ‘মালাই পাটিসাপটা’

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

শীতের পিঠা পাটিসাপটা। ক্ষীরের পুর দেওয়া এই পিঠা পছন্দ করেন যে কেউ। কখনো কি মালাই পাটিসাপটা খেয়েছেন? সাধারণ পাটিসাপটা কিছুটা ভিন্ন স্বাদের এই পিঠা কিন্তু খেতে আরও বেশি মজা।

ক্ষীরসা তৈরির জন্য যা যা প্রয়োজন:

এক লিটার দুধ, স্বাদমতো খেজুরের গুড় বা চিনি, দুই চামচ সুজি, তিন/চার চা চামচ নারিকেল বাটা

প্রণালি:

প্যানে দুধ নিয়ে জ্বাল দিন। একদম ঘন হওয়া অব্দি অপেক্ষা করুন। একটু পরপর অবশ্যই দুধ নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। এরপর দুধের মধ্যে সুজি, খেজুরের গুড় বা চিনি ও বাটা নারকেল দিয়ে নাড়তে থাকুন। ক্ষীরসা ঘন হয়ে আঠালো ভাব এলে নামিয়ে ফেলুন।

আটার গোলা বানানোর জন্য যা যা প্রয়োজন:

পরিমাণমতো চালের গুঁড়া, দুই চা চামচ খেজুরের গুড় বা চিনি, এক/দুই কাপ ময়দা, সামান্য লবণ, প্রয়োজনমতো গরম পানি।

প্রণালি:

একটি পাত্রে সবগুলো উপকরণ নিয়ে গরম পানি দিয়ে ভালোভাবে মেশান। খেয়াল রাখবেন গোলা যেন খুব বেশি পাতলা বা ভারী না হয়। চুলার ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করুন। এতে পরিমাণমতো মিশ্রণ দিয়ে রুটির আকৃতি গড়ে নিন।

পাতলা রুটির এক পাশে ক্ষীরসা দিয়ে মুড়িয়ে নিন। মোড়ানো হলে নামিয়ে ফেলুন।

মালাই তৈরির জন্য যা যা প্রয়োজন:

তিন কাপ দুধ (ছয় কাপ দুধ জ্বাল দিয়ে তিন কাপ করে নিন), এক/চার কাপ চিনি, এক কাপ ফ্রেশ ক্রিম।

প্রণালি:

প্যানে দুধ বসান। এতে চিনি আর ফ্রেশ ক্রিম দিয়ে দিন। ঘন ঘন নেড়ে বলক এলে নামিয়ে নিন। চুলা থেকে নামিয়ে আগে থেকে তৈরি করা পাটিসাপটা পিঠার ওপর ঢেলে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার মালাই পাটিসাপটা।

ঝালকাঠি আজকাল