• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে

রাজাপুরে ইলিশ ধরার অপরাধে ৪ জনের জেল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য ইলিশ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করা হয়েছে। ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালি নদীতে ইলিশ শিকার অপরাধে ৪ জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া ও উত্তর পালট এলাকায় অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন। এসময় ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার উত্তমপুর এলাকার আব্দুল বারেক ফরাজীর পুত্র মোঃ মিজানুর ফরাজী (২২), পার্শ্ববর্তী নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত সোবাহান সিকদার এর পুত্র মোঃ জাকির সিকদার (৩৫), বৈশখীয়া এলাকার মোঃ ইদ্রিস হাওলাদার এর পুত্র মোঃ রাজিব হাওলাদার (২০), ইউসুব আলী খান এর পুত্র মোঃ নুরুল ইসলাম খান (২২)

মৎস্য কর্মকর্তা জানান, সরকারি নিদের্শ অমান্য করে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশকাহনিয়া ও উত্তর পালট এলাকা সংলগ্ন বিষখালি নদীতে ইলিশ মাছ ধরার সময় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক হয়। ৪ জনকে ১ বছর করে জেল দিয়ে রাব্বি নামে এক জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক অনুজা ম-ল বলেন, আইন অমান্য করায় ৪ জেলেকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত রয়েছে।

 

ঝালকাঠি আজকাল