• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে

রাজাপুরে নবীকে কটূক্তিকারী গ্রেফতার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ জুলাই ২০২০  

রাজাপুরে হযরত মুহাম্মদ (সঃ)- কে কটূক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল শুক্কুর ওরফে পান শুক্কুর (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৬ জুলাই) তাকে আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার কেওতা গ্রামের প্রয়াত মকরুব আলীর ছেলে সে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. জাহিদ হোসেন জানান, শুক্কুরের সাথে তার চাচা শ্বশুর মো. আমজেদ আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। রোববার (৫ জুলাই) রাতে শুক্কুর তার চাচা শ্বশুর আমজেদের বাড়ি যায় এবং জমিজমা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমজেদ নবীজির নামে শপথ করে বলেন ‘সে যদি শুক্কুরকে জমিজমার অধিকার থেকে বঞ্চিত করে তবে নবী যেন তাকে সাফায়েত না করে।’ এ কথা শুনে শুক্কুর নবীজিকে কটূক্তি করে নবীজির মাকে তুলে গালি দেয়।

আর এ সময় আমজেদ এর ঘরের পাশেই শরিফ মার্কেটের দোকানে অবস্থান করা স্থানীয়রা সেসব কথা শুনতে পান। পরে বাড়ির মধ্যে গিয়ে প্রতিবাদ জানান ও শুক্কুরকে আটক করে রাখেন। নবীকে নিয়ে কটূক্তি করায় ওই রাতেই শুক্কুরের বিচার দাবি করে বিক্ষোভ করে এলাকার লোকজন।

খরব পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং শুক্কুরকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা। এ ঘটনায় সোমবার (৬ জুলাই) দুপুরে শুক্কুরকে আসামি করে স্থানীয় মো. দুলাল হাওলাদার এর স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাজাপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ০৫)। ওই মামলায় শুক্কুরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে, বলেন  রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন।

ঝালকাঠি আজকাল