• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে

নেতাজির নিখোঁজ বিষয়ে জানার অধিকার মানুষের আছে: মমতা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

 


আজ থেকে ঠিক ৭৪ বছর আগে অর্থাৎ ১৯৪৫ সালের ১৮ আগস্ট নিখোঁজ হয়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষ চন্দ্র বসু। কি হয়েছিল তার, এ রহস্য আজও পুরোপুরিভাবে উন্মোচিত হয়নি। তাই নেতাজির নিখোঁজের বিষয়ে জানার অধিকার মানুষের আছে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (১৮ আগস্ট) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম। 

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নেতাজি সুভাষ চন্দ্র বসুর নিখোঁজের এ দিনে এক টুইট বার্তায় তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, ১৯৪৫ সালে ১৮ আগস্ট তাইওয়ানের তাইহোকু বিমাবন্দর থেকে একটি ফ্লাইটে ওঠেন নেতাজি। এরপর থেকেই তিনি নিখোঁজ। আমরা আজও জানিনা তার সঙ্গে কি হয়েছিল। কিংবদন্তি এ নেতার কি হয়েছিল তা জানার অধিকার মানুষের আছে।

অনেক প্রতিবেদনে বলা হয়েছে, তাইহোকু বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ওঠার পর সে ফ্লাইটটি বিধ্বস্ত হলে নেতাজির মৃত্যু হয়। আবার অনেক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটটি বিধ্বস্ত হলেও বেঁচে ছিলেন নেতাজি। তবে এরপর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি।  

নেতাজির নিখোঁজ রহস্য উদঘাটনে একাধিকবার বিভিন্ন কমিশন গঠন করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। ১৯৫৬ সালে শাহ নাওয়াজ কমিটি, ১৯৭০ সালে খোসলা কমিটি ও ২০০৫ সালে মুখার্জি কমিশন গঠন করা হয়েছিল নেতাজির নিখোঁজ রহস্য উন্মোচনে।

সর্বশেষ ২০১৬ সালের ১ সেপ্টেম্বর জাপান সরকারের তদন্ত প্রতিবেদনের তথ্য মেনে ‘প্লেন বিধ্বস্তের ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে’ এমন ঘোষণাই দিয়েছে মোদী সরকার। তবে এরপরও অনেকেরই ধারণা সেই দুর্ঘটনা থেকে বেঁচেই ফিরেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। তবে এরপর থেকে তিনি আর জনসম্মুখে আসেননি। 

ঝালকাঠি আজকাল