• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে

৩২ কিলোমিটার দূর থেকেই হৃদপিণ্ডের সফল অস্ত্রোপচার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

 

চিকিৎসাবিজ্ঞানে রোবট ব্যবহার খুব একটা পুরাতন নয়। ২০১৭ সালে রোবটের মাধ্যমে সফল অস্ত্রোপচারের খবর পাওয়া যায়। এই সফলতার তালিকায় যুক্ত হলো আরেকটি অর্জন। এবার হৃদরোগের মতো সমস্যায় অস্ত্রোপচার করল রোবট। আর সেটি পরিচালনা করা হয়েছে প্রায় ২০ মাইল দূর থেকে। 

একজন হৃদরোগ বিশেষজ্ঞ ২০ মাইল দূর থেকে সফলভাবে এই অস্ত্রোপচার পরিচালনা করেছেন। জানা যায়, গত বুধবার (১১ সেপ্টেম্বর) ভারতের আহমেদাবাদের অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করে কোরপাথ জিআরএক্স নামে একটি রোবট চিকিৎসক। আর তা পরিচালনা করেন দেশটির গুজরাটের হৃদরোগ বিশেষজ্ঞ তেজাস প্যাটেল। তবে সেখানে থেকে নয় বরং ৩২ কিলোমিটার দূরের গান্ধীনগরের অক্ষরধাম মন্দির থেকে কম্পিউটারের সাহায্যে এই কাজটি করেন তিনি। 

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে দূর থেকে রোবটের মাধ্যমে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা এটিই প্রথম। অপারেশনের পুরো প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন ডা. প্যাটেল। চিকিৎসকদের জার্নাল ইক্লিনিক্যালমেডিসিনে প্রকাশিত হয়েছে এটি। সেখান থেকে জানা যায় ধমনির প্রায় ৯০ শতাংশ ‘ব্লক’ নিয়ে অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন একজন মধ্যবয়স্ক নারী। 

রোগীর রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এই অস্ত্রোপচার পরিচালনার দায়িত্বে ছিলেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ তেজাস প্যাটেল। তিনি সিদ্ধান্ত নেন এ কাজে তার গবেষণাধীন কোরপাথ জিআরএক্স রোবটটি ব্যবহার করবেন। 

রোবটটির নির্মান করেছে কোরিনডাস নামক একটি প্রতিষ্ঠান। অস্ত্রোপচারের সফলতা নিয়ে প্যাটেল বলেন, এই টেলিরোবটিকসের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম থেকে রোগীকে না এনে সফলভাবে অস্ত্রোপচার করা সম্ভব। যার ফলে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা উন্নত হবে। 

ঝালকাঠি আজকাল