• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে

বিশ্বের প্রথম জীবন্ত পুতুল, চলাফেরা করছে এমনকি সেলফিও তুলছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

 

 

একটি সুন্দর পুতুল। সে একাই চলাফেরা করছে। ঠিক যেন মানুষের মতো। আবার চোখের পাতাও ফেলছে ক্রমাগত। অবাক হচ্ছেন নিশ্চয়ই! পুতুল আবার কীভাবে মানুষের ন্যায় চলাফেরা করতে পারে? আসলে এটা মানব পুতুল।

 

লুলু

লুলু


বর্তমানে জাপানের নতুন ট্রেন্ড লিভিং ডল। মেককাপের কারসাজিতেই পুতুল বনে যান একজন মানুষ। যদিও আপনি কখনো বুঝতে পারবেন না এটি মানুষ নাকি পুতুল! এমনই এক নারী লুলু হাসিমতো। যিনি সকাল থেকে রাত অব্দি নিজের রূপকে লুকিয়ে রাখেন পুতুলের অন্তরালে। 

 

সবাই তাকে দেখছে

সবাই তাকে দেখছে

লুলু হাসিমতো বিশ্বের প্রথম জীবন্ত পুতুল ফ্যাশন মডেল। তার মাথা থেকে পা পর্যন্ত পুতুলের বডি স্যুট পরা। সকাল থেকে পুতুল বেশ ধারণ করেন লুলু। তাকে তৈরি করছেন ২৩ বছরের এক ফ্যাশন ডিজাইনার হিতোমি কোমাকি। একটি জীবন্ত পুতুল হয়ে উঠতে তার মেককাপ নিতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। এরপরই তাকে দেখে চমকে যান সবাই। 

 

মেকআপই যেন এই পুতুলের প্রাণ

মেকআপই যেন এই পুতুলের প্রাণ

ঠিক যেন এক পুতুল। নানা ধরনের পোশাকে সুন্দর মানিয়ে যায় লুলুকে। হিতোমি কোমাকিই পোশাকগুলো তৈরি করেন। পুতুলের উইগ, মাস্ক, জয়েন্ট ডিজাইনের স্ট্রকিংস, প্লাস্টিকের হাত পা পরে দক্ষ মেককাপ আর্টিস্টের হাতে জীবন্ত পুতুলের রূপ পায় লুলু। অবশ্য লুলুর হাঁটা চলা সবই পুতুলের মতো। 

 

পুতুল নারী

পুতুল নারী

জাপানের কিগুরুমি নামক ফ্যাশন ব্র্যান্ডের ম্যাসকট হিসেবে ডলের বেশে সাজানো হয় লুলুকে। এই কাজ নিয়ে লুলুকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই কাজে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। প্রসঙ্গত, লুলু মিস আইডি বিউটি প্রতিযোগিতায় নাম দিয়েছিল। 

 

নাচতেও জানে এই পুতুল

নাচতেও জানে এই পুতুল

৪ হাজার প্রতিযোগীর মধ্যে, ১৩৪ জন স্থান করে নিয়েছে সেমি-ফাইনালিস্ট হিসেবে। এদের মধ্যে ছিলেন লুলুও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ৩-ডাইমেনশন কম্পিউটার গ্রাফিক্স এই বিউটি প্যাজেন্টেও অংশগ্রহণ করেছেন লুলু। 

মোবাইল নিয়ে ব্যস্ত লুলু

মোবাইল নিয়ে ব্যস্ত লুলু

২০১৭ সালের নভেম্বর মাসে এই প্রতিযোগিতায় সেরার মুকুটটি লুলু জিতে নেন। এরপর থেকেই টুইটার ও ইনস্টাগ্রামে হাজার হাজার ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছে লুলুর।

সূত্র: ওডিটিসেন্ট্রাল

ঝালকাঠি আজকাল