• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে

ইতিহাসের এই দিনে

প্রখ্যাত সাংবাদিক নির্মল সেনের জন্ম

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

 


 ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।


তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখেপাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ আগস্ট ২০১৯, শনিবার। ১৯ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪৯২- ক্রিস্টোফার কলোম্বাস সমুদ্রযাত্রা শুরু করেন। 
১৪৯২- স্পেন থেকে ইহুদিদের বিতাড়িত করা হয়।
১৮৫৮- জন স্মিক নীলনদের উৎস আবিষ্কার করেন।  
১৮৮২- বৃটিশ নৌ সেনারা সুয়েজ খাল দখল করে।
১৯১৪- তুরস্ক জামার্নির সঙ্গে সামরিক চুক্তি করে। 
১৯১৪- ব্রিটেন জামার্নির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 
১৯৫৬- বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়। 
১৯৬০- আফ্রিকার দেশ নাইজার স্বাধীন হয় ও জাতিসংঘের সদস্যভুক্ত হয়।

জন্ম
১৮৬৫- অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী আলফ্রেড ডেকিন।
১৯৩০- বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ নির্মল সেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘিরপাড় গ্রামে তার জন্ম। কৈশরেই রাজনৈতিক জীবনে পদার্পণ করেন নির্মল সেন। ১৯৪২ সালে যখন তিনি নবম শ্রেণির ছাত্র, তখন মহাত্মা গান্ধীর ‘ভারত ছাড়’ আন্দোলনে অংশ নেন। ১৯৪৪ সালে রেভ্যুলেশনারি সোশ্যালিস্ট পার্টিতে (আরএসপি) যোগদানের মাধ্যমে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হন। সাংবাদিকতা শুরু করেন ১৯৬১ সালে। তখন দৈনিক ইত্তেফাক পত্রিকায় সহকারী সম্পাদক ছিলেন। পরবর্তীতে ১৯৬২ সালে তিনি দৈনিক জেহাদ ও ১৯৬৪ সালে দৈনিক পাকিস্তান পত্রিকায় কাজ করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে অতিথি শিক্ষক হিসেবেও যুক্ত ছিলেন নির্মল সেন।

১৯৪৮- ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জঁ-পিয়ের রাফারাঁ।

মৃত্যু
১৯২৮- বিশিষ্ট ঐতিহাসিক ও বিচারপতি সৈয়দ আমীর আলী।
১৯৫৪- ফরাসি লেখিকা সিডেন গেব্রিয়েল কোল্ট।

ঝালকাঠি আজকাল