• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে?

বন্যার্তদের পাশে নিপুণ, রিয়াজ, সাইমন সাদিকরা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ জুন ২০২২  

বন্যা দুর্গত সিলেটে আড়াই হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছে শিল্পী সমিতি। বন্যার্ত এসব মানুষের নিকট গিয়ে নগদ টাকা ও শুকনো খাবার দিয়েছেন শিল্পী সমিতির নেতারা। মঙ্গলবার সিলেটের গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি অঞ্চলে গিয়ে তারা ত্রাণ দিয়েছেন।

এই দলে ছিলেন অভিনেত্রী নিপুণ, অভিনেতা রিয়াজ, অভিনেতা সাইমন সাদিক ও অভিনেত্রী জেসমিন।

সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, সিলেটের দুর্গত এলাকার আড়াই হাজার বন্যার্ত পরিবারে আমরা শুকনা খাবার, স্যালাইন দিয়েছি। অনেকের হাতে নগদ টাকাও দিয়েছি।

সাইমন আরও বলেন, ‘মানুষের পাশে দাঁড়াতে হবে। সময়টা এখনই। এ সময় ঘরে বসে থাকা মানে আত্মগ্লানি তৈরি হওয়া। তাই আমরা ছুটে গিয়েছি বন্যার্তদের পাশে। মানুষের পাশে থাকার এটাই সঠিক সময়। আপনারাও এগিয়ে আসুন। ’

kalerkantho

গোয়াইনঘাট এলাকায় ত্রাণ নিয়ে 

অভিনেত্রী নিপুণ বলেন, আমাদের সামর্থ্যের মধ্য থেকে সিলেটের দুর্গতদের পাশে গিয়েছি। পানিতে আটকে থাকা মানুষের জন্য যেসব খাবার দরকারে সেসব নিয়ে তাঁদের কাছে গিয়েছি। প্রচুর পরিমাণে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির বেশি প্রয়োজন। আমরা সেগুলো দিচ্ছি।

এর আগে সিলেটের বন্যার্তদের অনন্ত জলিল, শাকিব খান, ডিপজলসহ অনেকেই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।  

ঝালকাঠি আজকাল