• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে

শিল্পী বিশ্বাসের কণ্ঠে ‘মুজিব দিয়েছে প্রেরণা’

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

 


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শিল্পী বিশ্বাসের কণ্ঠে প্রকাশ পেয়েছে গান-ভিডিও ‘মুজিব দিয়েছে প্রেরণা’।


মুজিবে গড়েছি আদর্শ আমার/বিশ্বজয়ের শক্তি/তাকে মেনেছি জাতির পিতা/করেছি সালাম-ভক্তি- এমন কথার গান গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীতায়োজনে সুমন কল্যাণ।

মুজিববর্ষ আর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গানটি প্রকাশ করতে পেরে বেশ উচ্ছ্বসিত শিল্পী বিশ্বাস। তিনি বলেন, জাতির পিতার গুণগান করে আসলে শেষ করা যাবে না। উনার জন্যই আমরা লাল-সবুজের স্বাধীন এই দেশটা পেয়েছি। তার মহান ত্যাগের কারণেই আজ আমরা বাংলা গান গাইতে পেরেছি।

তিনি আরও বলেন, শুধু গানে গানে নয়, বাস্তবেও বঙ্গবন্ধুর আদর্শ নিজের মধ্যে লালনের চেষ্টা করি। জন্মশতবার্ষিকীতে জাতির পিতার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। আর আমি আমার সেরাটা দিয়ে গানটি গেয়েছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

সোমবার (১৬ মার্চ) আরটিভি মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে শিল্পী বিশ্বাসের কণ্ঠে গান-ভিডিও ‘মুজিব দিয়েছে প্রেরণা’।

ঝালকাঠি আজকাল