• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

পদ্মাসেতু: বিজয়ের মাসেই সম্পন্ন হচ্ছে জয়েন্ট মুভমেন্টের ঢালাই কাজ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১  

পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে ৩টি জয়েন্ট মুভমেন্টের ঢালাই শেষ হয়েছে। বাকি পাঁচটির কাজও চলতি মাসেই সম্পন্ন হচ্ছে। পাশাপাশি চলছে গ্যাসলাইন, ল্যাম্পপোস্ট বসানোর কাজও।

অন্যদিকে, ভাঙনের হাত থেকে সেতু রক্ষায় দুই পাড়ে নদী শাসনের কাজের অগ্রগতি সাড়ে ৮৬ শতাংশ। পদ্মা সেতু নির্ধারিত সময়ে খুলে দিতে শেষ পর্যায়ে কাজ দুর্বার গতিতে চলছে।

৬ দশমিক এক পাঁচ কিলোমিটারের তিনটি মুভমেন্ট জয়েন্টের ঢালাই শেষ। বাকি পাঁচটি শেষ হবে এই বিজয়ের মাসেই। মুভমেন্ট জয়েন্টের অগ্রগতি ৫৯ ভাগ। সেতুর গ্যাস লাইনের কাজ মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই অগ্রগতি প্রায় ৫০ শতাংশ। আর ৪০০ কেভি বিদ্যুৎ লাইনের অগ্রগতি ৬২ শতাংশ। সেতুর অগ্রগতিতে খুশি পদ্মা পাড়ের মানুষ।

৩০ জুন সেতুটি চালুর লক্ষ্যে চলছে এখন চূড়ান্ত পর্যায়ের কাজ বলে জানান পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম।

মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ চলছে এক দশমিক আট শূন্য কিলোমিটার এলাকায়। ব্লক ও বালুর বস্তা ফেলার উপযোগী করতে বেড তৈরির পাশাপাশি চলছে ড্রেজিং। জাজিরা প্রান্তে চলছে বাকী এক কিলোমিটার এলাকায় নদী শাসন। নদী শাসনের কাজের অগ্রগতি সাড়ে ৮৬ শতাংশ।

ঝালকাঠি আজকাল