• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

বাণিজ্যমন্ত্রীর নামে ফেইক আইডি বন্ধ না করলে ব্যবস্থা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ জুন ২০২০  

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো কিছুই ব্যাবহার করেন না। তবে তার নামে ফেসবুকে ফেইক অ্যাকাউন্ট চালানো হচ্ছে। এসব অ্যাকাউন্ট বন্ধ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) কামরুজ্জামান চৌধুরী। রোববার এ তথ্য জানান তিনি। 

কামরুজ্জামান চৌধুরী বলেন, অনেকে বাণিজ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুকে ফেইক অ্যাকাউন্ট খুলে চালায়। এসব ফেইক অ্যাকাউন্ট যারা পরিচালনা করেন তাদের অনুরোধ করা যাচ্ছে, আইডিগুলো বন্ধ করে দিন। তা না হলে তথ্য অধিকার আইনে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

এরই মধ্যে কিছুদিন আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে এ ধরনের কয়েকটি ফেইক আইডি বন্ধ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বলেন, তারপরও বর্তমানে কিছু ফেইক আইডি লক্ষ্য করা যাচ্ছে।

ঝালকাঠি আজকাল