• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঢাকায় আয়ারল্যান্ডের বাণিজ্যমন্ত্রী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

তিন দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী সাইমন কোভেনি। আয়ারল্যান্ডের সেন্ট প্যাট্রিক ডে কর্মসূচির অংশ হিসেবে ভারত ও বাংলাদেশে সাত দিনের সরকারি সফর করছেন কোভেনি। ঢাকা সফরে এসে মন্ত্রী কোভেনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় আয়ারল্যান্ডের প্রথম অনারারি কনস্যুলেট উদ্বোধন করবেন তিনি। অংশ নেবেন রাজনৈতিক, বাণিজ্য ও আয়ারল্যান্ড-বাংলাদেশ কমিউনিটির কয়েকটি বৈঠকে। ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি জানিয়েছেন, সেন্ট প্যাট্রিক ডে-২০২৪ উপলক্ষে ভারত ও বাংলাদেশে মন্ত্রী কোভেনিকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমি আরও আনন্দিত, কেননা কোভেনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় আয়ারল্যান্ডের প্রথম অনারারি কনস্যুলেট উদ্বোধন করবেন। যা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকা সফরে বাংলাদেশের শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে সাইমন কোভেনির। সফরের এ সময় সেন্ট প্যাট্রিক দিবস, আয়ারল্যান্ডের জাতীয় দিবস ও বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনস্যুলেটর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।

ঝালকাঠি আজকাল