• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে

ঝালকাঠিতে নিত্য প্রযোজনীয় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য  স্থিতিশীল রাখার বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি ছিলেন।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় প্রধান উপ-সচিব আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছোয়াইব, এনএসআই সহকারী পরিচালক আবদুল কাদের, চেম্বার অব কমার্স সভাপতি সালেউদ্দিন আহম্মেদ সালেক, ব্যবসায়াী শাহ আলম শাহীনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবদিক বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা পণ্য পরিবহণে বিভিন্ন স্থানে চাঁদাবাজি রোধ, টিসিবিকে শক্তিশালীকরণ, সরকারের পক্ষে কঠোরভাবে বাজার মনিটরিং এবং বিভিন্ন পণ্য সরবরাহের উপর গুরুত্ব দেন।

অতিরিক্ত সচিব জানান বাণিজ্য মন্ত্রণালয়ের চিন্তা ভাবনার সাথে তৃণমূল পর্যায় বাজার পরিস্থিতি এবং করণীয় বিষয় অবহিত হওয়ার জন্যই এই আলোচনা সভার উদ্দেশ্য। পরে পৃথকভাবে অতিরিক্ত সচিব ঝালকাঠি চেম্বার অব কমার্স এবং ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন।

ঝালকাঠি আজকাল