• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে নারী ও শিশু নির্যাতন মামলায় একই পরিবারে ৪জনকে জেল হাজতে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নারী ও শিশু নির্যাতন দমন মামলায় একই পরিবারে ৪জনকে জেল হাজতে প্রেরণ করেছেন। সোমবার এই আদালতের বিচারক মোঃ আশরাফুল ইসলাম আত্মসমর্পনকারী আসামীদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। ঝালকাঠি রাজাপুর উপজেলা দক্ষিণ তারাবুনিয়া গ্রামের সামসুন্নাহার পরিকে যৌতুকের দাবীতে শালিস বৈঠকে বসে শারীরিক নির্যাতন করার অভিযোগ এনে রাজাপুর থানায় মামলা দায়ের করেন গৃহবধু সামসুন্নাহার।

গত ১৮ সেপ্টেম্বর ২০২০ বেলা ১১টায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য সামসুন্নাহার পরি তার স্বামী রিয়াজ মোল্লা (৪০), তার শ্বাশুরী শেফালী বেগম (৫৫), শশুর ইউছুফ মোল্লা ও পরিবারের অন্য সদস্য কুদ্দুস খলিফাকে (৪৫) আসামী করেছে। আসামীরা হাইকোর্ট ৪ সপ্তাহের আগাম জামিন শেষ হলে নিদের্শনা মত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয় জামিন আবেদন করে।

১৫ বছর পূর্বে সামসুন্নাহার পরির সাথে ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাভারিয়া গ্রামের রিয়াজ মোল্লার সাথে বিয়ে হয়। তাদের ৩টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী পরিবার ৩ লক্ষ টাকা যৌতুক দাবী করে আসছিল। ২ লক্ষ টাকা দেয়ার পরও স্বামী পরিবার আরও ১ লক্ষ টাকা দাবী করে। এর সুত্র ধরেই সামসুন্নাহার পরি পিত্রালয়া চলে আসে এবং সেখানে বসেই ঘটনার দিনও আরও ১ লক্ষ টাকা দাবী করলে তা দিতে অস্বীকার করলে স্বামী সামসুননাহারকে মারধর করে গুরুতর আহত করে। হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে ২১ সেপ্টেম্বর এদের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে থানা পুলিশের তদান্তধীন রয়েছে।

ঝালকাঠি আজকাল