• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ

ঝালকাঠিতে ২০০ মে. টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্ধ করেছে সরকার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারণে কর্মজীবী মানুষের সহায়তার প্রদান করার জন্য সরকারি ভাবে  ২০০ মে. টন চাল ও ৫ লাখ টাকা জেলা প্রশাসন বরাদ্ধ পেয়েছে। এই চাল করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কর্মজীবী পরিবারগুলিকে সহায়তা প্রদান করা হবে।

ইতিমধ্যে ইউনিয়ন পর্যায় থেকে কর্মজীবী পরিবারগুলির মাঠ পর্যায়ের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে ইউনিয়ন পরিষদ জমা দিয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ৩২টি ইউনিয়নের তালিকা দেওয়া হয়েছে।

এছাড়া পৌরসভা পৃথক ভাবে এই শ্রেণীভূক্ত পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের কাছে জমা দিবেন। যাচাই বাছাই শেষে এই তালিকাভুক্ত ব্যাক্তিদের সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যেই কিছুকিছু পরিবার দরখাস্ত নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ভীর জমাচ্ছে। এই বরাদ্ধ প্রয়োজন অনুযায়ী আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ।

 

ঝালকাঠি আজকাল