• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে সমাজসেবা দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে’ স্লোগানকে সামনে রেখে আজ সমাবেশ, র‌্যালি, আলোচনা সভা, চিকিৎসা সহায়তা প্রদানসহ নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

ডিসি অফিসের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর একই স্থানে গিয়ে শেষ হয়। আমির হোসেন আমু র‌্যালিতে নেতৃত্ব দেন এবং পরে ডিসি অফিসের সুগন্ধা হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন। এ সময় তিনি বলেন, গরিববান্ধব বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গ্রামীণ অর্থনীতির ভীত মজবুত হওয়ার পাশাপাশি অসহায়, অবহেলিত মানুষের জীবনমানেরও ব্যাপক উন্নয়ন ঘটেছে।

অনুষ্ঠানে নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতায় ১৫ জন অসচ্ছল নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীকে (এনডিডি) চিকিৎসা সহায়তা বাবদ মাথাপিছু পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। আমির হোসেন আমু সংশ্লিষ্টদের হাতে অর্থ তুলে দেন।

ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম ও জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জী বক্তৃতা করেন। সরকারি কর্তকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

ঝালকাঠি আজকাল