• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে

ঝালকাঠিতে অনুদানের চেক বিতরণ করেছেন আমির হোসেন আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৯  


আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যানের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তার জনহিতকর কাজের জন্য ইতিমধ্যে আর্ন্তজাতিক ভাবে মাদার অফ হিউম্যানেটিসহ একাধিক পদকে ভূষিত করা হয়েছে। তার কাছে মানুষ দাবি করার পূর্বেই তিনি বিভিন্ন নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের হাতে সহায়তা পৌছে দিচ্ছেন। 

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বেলা ১২ টায় সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস, স্ট্রক, প্যারালাইড, জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক স্বপন কুমার মুখার্জি স্বাগত বক্তব্য রাখেন। অতিরিক্ত পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিক হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালে উদ্দিন আহম্মেদ সালেক বিশেষ অতিথি ছিলেন। 

পরে ঝালকাঠি সদর উপজেলায় ৫৭ জন রোগীর কে ৫০ হাজার টাকা করে ২৮ লাখ ৫০ হাজার টাকা সহায়তার চেক বিতরণ করেন আমির হোসেন আমু এম.পি। ২০১৩-১৪ অর্থ বছর থেকে সমাজ সেবা বিভাগের এই কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১৭৫ জন রোগিকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। 


 

ঝালকাঠি আজকাল