• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে জেলা প্রশাসকের নেতৃত্বে রাতভর নদীতে অভিযান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষন অভিযানে জেলার সুগন্ধা ও বিশখালী নদীজুরে মৎস্য বিভাগ এবং প্রশাসনের বিরামহীন মোবাইল কোর্ট চলছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মোবাইল কোর্টের পাশাপাশি জেলা পর্যায় জেলা মৎস্য বিভাগ এবং জেলা প্রশাসনের পৃথক মোবাইল কোর্ট কাজ করছে। 

সোমবার দিবাগত রাত ১১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলীর নেতৃত্বে নদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় জেলা প্রশাসককের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম ফরিদ উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার উপস্থিত ছিলেন। রাতে জেলা প্রশাসকের অভিযানে ১২ হাজার মিটার জাল আটক করা হয়েছে। অবৈধ ভাবে মাছ আহরনকারী জেলেদের ৪টি নৌকা অভিযানে থেকে গ্রেফতার এড়াতে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায়।
 
মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকাশ্যে এই জালগুলি পোড়ানো হয়েছে এবং আটক নৌকা জব্দ করা হয়েছে। 
 

ঝালকাঠি আজকাল