• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনে মূল কর্মকান্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন ও অলেম্পিক মশাল জ্বলিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। ক্রীড়া প্রতিযোগিতায় ১৬টি ইভেন্টে অংশগ্রহণকারী তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আমির হোসেন আমু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনে মূল কর্মকান্ড। খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা হয়। আর শরীরচর্চার মাধ্যমে শারীরিক সুস্থতা ফিরে আসে। শারীরিক সুস্থতা থাকলে পড়ালেখায় মনোনিবেশ করা যায়।  খেলাধুলার মধ্যে থাকলে অন্য বিপদগামী থেকে ছেলেমেয়েরা রক্ষা পায়।

তিনি আরো বলেন,বিশে^র বুকে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে ব্যাপক সুনাম কুড়িয়েছে। বাংলাদেশের মেয়েরা সার্ক পুরস্কার পেয়েছে, এটা আমাদের জন্য গৌরবের। আশাকরি এই ধারা অব্যহত রাখতে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধূলায়ও মনোনিবেশ করবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি মোঃ কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান  অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম শরীফ।

ঝালকাঠি আজকাল