• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আগৈলঝাড়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪  

বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানের কারনে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল এক মাদ্রাসা ছাত্রী। ১৫ এপ্রিল দুপুরের পরে উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য চাঁদত্রিশিরা গ্রাামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন, ১৫ এপ্রিল দুপুরের পরে উপজেলার বাগধা ইউনিয়নের তাড়ারভিটা গ্রামের এক যুবকের সাথে মধ্য চাঁদত্রিশিরা গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে বাড়িতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছিল।

বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দুপুরের পরে কনের বাড়িতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।

পরে তিনি মাদ্রাসা ছাত্রীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর দাদী জাহিদা বেগমের কাছ থেকে মুচলেকা আদায় করেন। বাল্যবিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন, থানার এসআই মহাসিন, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামসহ প্রমুখ।

ঝালকাঠি আজকাল