• বুধবার ১৯ জুন ২০২৪ ||

  • আষাঢ় ৪ ১৪৩১

  • || ১১ জ্বিলহজ্জ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
রামপাল বিদ্যুৎকেন্দ্র: ‘গ্রিন বেল্ট’-এ পাখির কলরব, খালে দাপাচ্ছে তারেকসহ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে কোরবানির পশু বেচাকেনা এবং ঘরমুখো মানুষের নিরাপত্তার নির্দেশ গ্লোবাল ফান্ড, স্টপ টিবি পার্টনারশিপ শেখ হাসিনাকে বিশ্বনেতৃবৃন্দের জোটে চায় শিশুর যথাযথ বিকাশ নিশ্চিতে সকল খাতকে শিশুশ্রমমুক্ত করতে হবে শিশুশ্রম নিরসনে প্রত্যেককে আরো সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী ব্যবসায়িদের প্রতি নিয়ম নীতি মেনে কার্যক্রম পরিচালনার আহ্বান বিনামূল্যে সরকারি বাড়ি গৃহহীনদের আত্মমর্যাদা এনে দিয়েছে প্রধানমন্ত্রীর জিসিএ লোকাল অ্যাডাপটেশন চ্যাম্পিয়নস অ্যাওয়ার্ড গ্রহণ প্রধানমন্ত্রীকে বদলে যাওয়া জীবনের গল্প শোনালেন সুবিধাভাগীরা

পাঁচ তারকার শততম ম্যাচ আজ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮  

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও মাঠে নামছে টিম টাইগার। বাংলাদেশের সামনে আরেকটি সিরিজ জেতার সুযোগ। যদিও আজ দ্বিতীয় ওয়ানডে, তবে আজ একটি বিশেষ দিন। ম্যাচটি আজ খুবই গুরুত্বপূর্ণ দেশের পাঁচ সিনিয়র ক্রিকেটারের জন্য। এক সঙ্গে খেলা শততম ম্যাচ হতে যাচ্ছে তাদের।
আজ এক সঙ্গে ১০০তম বারের মতো খেলতে নামবেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
২০০৭ সালে মাহমুদউল্লাহ রিয়াদের অভিষেকের পর থেকে বাংলাদেশের ক্রিকেট দলে আস্তে আস্তে তৈরি হয় পাঁচ সিনিয়র ক্রিকেটারের এই কেন্দ্রস্থল। এরপর কখনো কখনো কেউ বাদ পড়েছেন, কেউ ইনজুরিতে খেলতে পারেননি। ফলে সবগুলো ম্যাচে এই পাঁচ ক্রিকেটারের এক সঙ্গে খেলা হয়নি। এদের উপর ভর করেই নতুন এক যুগে প্রবেশ করে বাংলাদেশ। একটার পর একটা ওয়ানডে ম্যাচ, সিরিজ জিতেছে বাংলাদেশ, যার বেশিরভাগের রূপকার ছিলেন এই পাঁচজন। অবশেষে সেই পাঁচ ক্রিকেটার এক সঙ্গে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন আজ।

ঝালকাঠি আজকাল