• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহের তারিখগুলো অনেকটা অদ্ভুত!

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৯  

 


প্রত্যেক ভাষায় কিছু শব্দ আছে যা উল্টো দিক থেকে পড়লেও উচ্চারণ একই হয়। এগুলোকে ইংরেজিতে বলা হয় ‘প্যালিনড্রোম শব্দ’। এ সপ্তাহের তারিখগুলোর দিকে খেয়াল করলে দেখতে পাবেন, এর প্রতিটি তারিখই প্যালিনড্রোম।

* 9-11-19

* 9-12-19

* 9-13-19

* 9-14-19

* 9-15-19

* 9-16-19

* 9-17-19

* 9-18-19

* 9-19-19

তারিখগুলোর বিশেষত্ব ধরতে পেরেছেন নিশ্চয়। বাম থেকে ডানে পড়লে যে নম্বর পাওয়া যায়, ডান থেকে বামে পড়লেও একই নম্বর পাওয়া যাচ্ছে। একে বলা হয় ‘প্যালিনড্রোম সপ্তাহ’। এটা যে শুধু সংখ্যার ক্ষেত্রেই হয় এমন না, প্যালিনড্রোম শব্দ এমনকি বাক্যও রয়েছে।

প্যালিনড্রোম সংখ্যা বা শব্দ ইংরেজিতে প্রচুর হলেও বাংলায় তা একটু কঠিন। অবাক করা বিষয় হচ্ছে, বাংলা ভাষায় প্যালিনড্রোম বাক্যের বেশ চর্চা হয়েছিল এক সময়। যেমন , ‘রমাকান্ত কামার’, উল্টো দিক থেকে পড়লেও হয় ‘রমাকান্ত কামার’। আরো আছে- ‘কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী’, ‘মার কথা থাক, রমা’। এক শব্দে আছে ‘সমাস’, ‘মলম’, ‘জমজ’, ‘দরদ’, ‘নবীন’, ‘লায়লা’।

ঝালকাঠি আজকাল