• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

মুসাফাহা : যে আমলে গুনাহ ঝরে পড়ে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

 

 

মুসাফাহা বা করমর্দন সব সভ্য সমাজেই অভিবাদনের উত্তম পন্থা হিসেবে স্বীকৃত। এর দ্বারা পরস্পরে ভালোবাসা, সৌহার্দ্য বৃদ্ধি পায়। সামাজিক শৃঙ্খলা মজবুত হয়। ইসলামেও মুসাফাহা অভিবাদনের অনন্য একটি পন্থা হিসেবে স্বীকৃত। ইসলাম এ ব্যাপারে যথেষ্ট গুরুত্বও আরোপ করেছে। হাদিসে এর বহু গুরুত্ব ও মাহাত্ম্য বর্ণিত হয়েছে। 

সাহাবি বারা ইবনুল আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবিজির সাথে সাক্ষাত করলাম, তিনি আমার সাথে মুসাফাহা (করমর্দন) করলেন। আমি বললাম, ‘ইয়া রাসুলাল্লাহ! আমি তো মনে করেছিলাম এটা অনারবদের রীতি।’ তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তাদের চেয়ে বরং আমরাই মুসাফাহার বেশি হকদার। দু’জন মুসলিম যখন পরস্পরে সাক্ষাতপূর্বক মুসাফাহা করে তখন উভয়ের ছোট গুনাহগুলো ঝরে পড়ে।’[১]

এক ব্যক্তি আবু যার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিল যে, ‘আচ্ছা, আপনারা যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাত করতেন, তিনি কি তখন আপনাদের সাথে মুসাফাহা করতেন?’ তখন আবু যার (রা.) বলেন, ‘আমি যতবারই নবিজির সাথে দেখা করতাম, ততবারই তিনি আমার সাথে মুসাফাহা করতেন।’[২]

বিশিষ্ট তাবিয়ি আবু দাউদ (রহ.) বলেন, একবার আমি বারা ইবনু আযিব (রা.)’র কাছে গেলাম। তার সাথে মুসাফাহা করলাম। তখন তিনি বললেন, আমি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ‘যখনই কোনো মুসলিম তার কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাতপূর্বক মুসাফাহা করে, সেখান থেকে পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাদের উভয়কে ক্ষমা করে দেন।’[৩]

তথ্যসূত্র
১. তাবারানি, মুজামুল আওসাত: ৮৩৩৯।
২. আবু দাউদ, আসসুনান: ৫২১৩। 
৩. আহমাদ, আলমুসনাদ: ১৮৭২১।

ঝালকাঠি আজকাল