• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

দেশে উন্নয়ন ধারা অব্যহত রাখতে কারিগরি শিক্ষা জোরদার করতে হবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ মে ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, আমাদের দেশে প্রথাগত জেনারেল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে কারিগরি শিক্ষা ব্যবস্থায় বেশি জোরদার করতে হবে। দেশে উন্নয়ন ধারা অব্যহত রাখতে হলে শিক্ষার্থীদের জেনারেল শিক্ষা ব্যবস্থার চেয়ে কারিগড়ি শিক্ষায় বেশি মনোযোগী হতে  হবে। তাহলে দেশের বেকার সমস্যা দুর করা সম্ভব হবে। বর্তমানে পৃথিবীর যে সব দেশ  অর্থনৈতিক উন্নতি করেছে সেসব দেশের শতকরা ৬৫-৭০ জন নাগরিক কারিগড়ি শিক্ষায় শিক্ষিত বলে তাদের এ উন্নতি সম্ভব হয়েছে।
আজ বুধবার বিকালে নলছিটি উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহে মাল্টিমিডিয়া সাউন্ড সিস্টেম  ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রবীন এ নেতা বলেন, বর্তমানে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশ। কিন্তু একদিনেই এমন অবস্থায় পৌছানো সম্ভব হয়নি। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের ফলেই এ উন্নয়ন অভিযাত্রা সম্ভব হয়েছে। জাতীর পিতার অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করেছেন। তিনি ক্ষুদা দারিদ্রমুক্ত একটি দেশ আমাদের  উপহার দিয়েছেন।
নলছিটি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহআলম,  উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রমুখ। পরে উপজেলার ১৫৭ টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া সাউন্ট সিস্টেম ও ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে প্রজেক্টর বিতরণ করেন তিনি।

 

ঝালকাঠি আজকাল