• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে ১১,৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে গতকাল সন্ধ্যায় ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকায় ০৩(তিন) জন ব্যক্তিকে আটক করেন।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ নুরুজ্জামান(২৭), পিতাঃ আতাহার হোসেন, (২) মোঃ নাজিম(২৬), পিতাঃ মোঃ নুরে আলম, (৩) মোঃ মাহফুজুর রহমান(৩০), পিতাঃ আলতাফ হোসেন, সর্বসাংঃ ফয়রা, থানাঃ নলছিটি, জেলাঃ ঝালকাঠি  বলে জানায়। উক্ত আসামীদের গুদাম তল্লাসী করে মজুদকৃত মোট ১১,৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।

বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা ঝালকাঠি জেলার নলছিটি থানাসহ জেলার বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ, সংরক্ষণ ও  বিভিন্ন প্রকারের ব্যাগ তৈরি করে বাজারজাত করে আসছে, এতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে।

আসামীদের নিষিদ্ধ পলিথিন রাখার কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল হালিম,পরিচালক পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয় এর নিকট দোষ স্বীকার করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১নং আসামী মোঃ নুরুজ্জামান’কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ও ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড, ২নং আসামী মোঃ নাজিম এবং ৩নং আসামী মোঃ মাহফুজুর রহমান উভয়কে  ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা জরিমানা ও ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন সরাসরি ঝালকাঠি জেলা কারাগারে প্রেরণ করেন এবং উদ্ধারকৃত অবৈধ পলিথিন মোবাইল কোর্টে জব্দ করেন। পরবর্তীতে এ ধরণের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করেন। র‌্যাবের এ ধরণের অভিযানে স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ সাধুবাদ ব্যক্ত করেন।

ঝালকাঠি আজকাল