• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

১০ বছরে ক্রিকেটকে ধ্বংস করেছে আইসিসি: শোয়েব

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ মে ২০২০  

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন পাকিস্তানের গতি তারকা শোয়েব আখতার। তিনি অভিযোগ করেন, গত দশ বছরে ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে আইসিসি।

ইএসপিএন ক্রিকইনফোর পডকাস্টে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে সংলাপের সময় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা নিয়ে এমন মন্তব্য করেন শোয়েব।

শোয়েব স্পষ্ট করে জানান, আইসিসি এমন কিছু ‘প্লেয়িং কন্ডিশন’ দিয়েছে যাতে ক্রিকেটটাই শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। ক্রিকেট ক্রমশ ব্যাটসম্যানদের খেলা হয়ে যাচ্ছে।

শোয়েব আরও বলেন, একটা কথা বলতে পারি কি? আইসিসি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে। গত দশ বছর ধরে ওরা এই কাজটা করে আসছে। যেমনটা চেয়েছিল তেমনটাই করেছে আইসিসি। আমার তো মনে হয় ওভার পিছু বাউন্সারের সংখ্যা বাড়ানো উচিত। যখন দুটো নতুন বলে খেলা হয় ওয়ানডে। ৩০ গজ বৃত্তের বাইরে মোটে চার জন ফিল্ডার থাকে! আইসিসিকে দয়া করে জিজ্ঞেস করো , গত দশ বছরে ক্রিকেটের মান বেড়েছে না কমেছে? সেই সচিন বনাম শোয়েবের লড়াই কোথায়?

ঝালকাঠি আজকাল