• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

১০ টাকার চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলারসহ আটক ২

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

সুনামগঞ্জের নিয়ামতপুর গ্রামে ওপেন মার্কেট সেল বা ওএমএসের চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগে ডিলার বিপ্লব কুমার দাস ও জাপা নেতা মো. শওকতকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। মঙ্গলবার (৩১ মার্চ)  এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান।

আতিকুর রহমান জানান, গত রাতে খবর পেয়ে গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের জগন্নাথপুর এলাকায় সরকারি ১০ টাকা কেজি চালের বস্তা পরিবর্তন করে খোলাবাজারে বিক্রি করার অভিযোগ পাওয়ায় সেখানে অভিযান চালানো হয়। চাল বিক্রি করার সময় ৩০ বস্তা চালসহ এ দুজনকে আটক করা হয়। আটকদের জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

আতিকুর রহমান বলেন, ১০ টাকা কেজির সরকারি চালের বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় ভরে বিক্রি করছিলেন তারা। ১০ টাকা কেজির ৩০ বস্তা চালের বর্তমান বাজার মূল্য ২৫ হাজার টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ও জানান আতিকুর রহমান। 

ঝালকাঠি আজকাল