• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

হ্যাকিং থেকে যেভাবে বাঁচাবেন ফোন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

জেফ বেজোসের মোবাইলও হ্যাকাররা হ্যাক করেছিল। হ্যাকিং এর শিকার যেকোন সময় যেকোন কেউই হতে পারেন। আসুন জেনে নেই কিছু সহজ টিপস যা জানলে হ্যাক হবে না আপনার মোবাইল।

সকল অ্যাপ আপডেটেড রাখতে হবে। কারণ ডেভলপাররা সবসময় হ্যাকারদের জন্য সুযোগ বন্ধ করতে পারেন। নতুন আপডেটে তারা আগের সমস্যাগুলোর সমাধান করেন। এতে করে হ্যাকিং এর সম্ভাবনাও কমে যায়।

নিরাপদ নয় এমন ওয়াইফাই নেটওয়ার্ক কোন অবস্থাতেই ব্যবহার করা যাবে না। অনেকেই ওপেন নেটওয়ার্কে কানেক্ট হবার লোভ সামলাতে পারেন না। তবে এটা করা যাবে না। কারণ আমরা জানি না কে এই নেটওয়ার্কের পেছনে আছেন।

ফোন লক করতে হবে। ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন, নাম্বার লক দিয়ে ফোন লক করা যেতে পারে।

কখনো নতুন কোন লিঙ্কে ক্লিক করা যাবে না। একান্ত দরকারি না হলে এবং কার ওয়েবসাইট কীসের ওয়েবসাইট না জানা থাকলে সেখানে ক্লিক না করাই ভালো।

ঝালকাঠি আজকাল