• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

হাসিনা-মমতা বৈঠকে আলোচনা হতে পারে যেসব বিষয়ে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৯  

কলকাতার পাঁচতারা হোটেল তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মধ্যকার বৈঠক।

শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে তিস্তা চুক্তিসহ আরো বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। 

পাশাপাশি দুই দেশের মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি বা খেলাসহ সাংস্কৃতিক বিষয়গুলো উঠতে পারে আলোচনায়।

এছাড়া সড়কপথে বাণিজ্য অর্থাৎ আমদানি-রপ্তানির বিষয় বা বাণিজ্য প্রসারের জন্য যশোর রোড প্রশস্ত করার বিষয়টি আসতে পারে। বিশেষ করে ভারতীয় অংশের যশোর রোডের বিষয়টি।

তবে সব জল্পনার অবসান হবে যখন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকের সামনে নিজেই আলোচনার বিষয়ে জানাবেন। আর সেদিকেই তাকিয়ে দুই বাংলার মানুষ।

ঝালকাঠি আজকাল