• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

হাত দেখেই জেনে নিন, কোন মারাত্মক রোগে ভুগছেন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

হাত ছাড়া প্রতিটি মানুষি অচল। তাই স্বাভাবিক জীবনের জন্য হাত খুবই গুরুত্বপূর্ণ। এই হাত দিয়ে কর্ম করেই আমরা জীবিকা নির্বাহ করে থাকি। আবার এই হাতই আপনাকে অনেক কিছুর আগাম বার্তা দিয়ে থাকে।

কখনো কি আপনার হাতের দিকে ভালোভাবে তাকিয়েছেন? আসলে অধিকাংশ ক্ষেত্রেই এ কাজটি করা হয় না। তবে জানেন কি, হাত আপনার স্বাস্থ্যের অবস্থা বলে দিতে পারে? হাত কিছু রোগের লক্ষণ প্রকাশ করে। চলুন তবে জেনে নেয়া যাক সেগুলো সম্পর্কে-

ফোলা আঙুল
অতিরিক্ত লবণ খাওয়ার ফল হলো ফোলা আঙুল। আর জানেন নিশ্চয়ই, অতিরিক্ত লবণ খাওয়া উচ্চ রক্তচাপ তৈরি করতে পারে। তাই আঙুল ফুলে যেতে দেখলে লবণ খাওয়ার পরিমাণ কমাতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

হাতের তালুতে ঘাম
এটি থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত সক্রিয় হওয়ার লক্ষণ। আপনার প্রায়ই তালু ঘামার সমস্যা হয়ে থাকলে চিকিৎসকের কাছে যান।

নখ মলিন লাগা
নখে চাপ দিলে সাদা লাগে, আর ছেড়ে দিলে গোলাপি হয়ে যায়। এটা স্বাভাবিক। তবে ছেড়ে দেয়ার পর আবার সাদা হয়ে গেলে এটি আয়রনের ঘাটতির লক্ষণ।

হাতের তালু লাল হয়ে যাওয়া
হাতের তালু লাল হয়ে গেলে এবং ছোট ছোট দাগ থাকলে চিকিৎসকের কাছে যান। এটি লিভারের রোগের লক্ষণ।

ঝালকাঠি আজকাল