• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে হাস্যকর কর্মসূচি বিএনপির

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০  

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। যা হাস্যকর ও লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। সম্প্রতি সংবাদ সম্মেলন করে বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব আব্দুস সালাম কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান।

বিশিষ্টজনদের মতে, যে দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের যোগ্যতা রাখে না ও ক্ষমতার লোভে স্বাধীনতাবিরোধীদের নিয়ে জোট গঠন করে- সেই দলের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন শুধুই হাস্যকর। শুধু তাই-ই নয়, জনগণের সঙ্গে বড় ধরনের প্রতারণাও বটে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, বিএনপি নেতারা শুধু নিজ স্বার্থে রাজনীতি করেন। তারা জনস্বার্থে কোনো কর্মসূচি পালন করেন না। জনগণ এসব ষড়যন্ত্র বুঝতে পেরে তাদের কখনো সমর্থন করে না।

তারা বলেন, বিএনপির এখনো মূলশক্তি স্বাধীনতাবিরোধী দল জামায়াত। তারা জামায়াতের কাঁধে ভর করে ক্ষমতায় গিয়েছিল। যুদ্ধাপরাধীদের হাতে দেশের পতাকা তুলে দিয়েছিল। সেই স্বাধীনতাবিরোধীদের সঙ্গে এখনো তাদের সখ্যতা বিদ্যমান। এমন একটি দল যদি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করতে চায় তাহলে সেটা হবে দেশের জনগণের সঙ্গে বড় ধরনের প্রতারণা।

সুবর্ণজয়ন্তী উৎসবে প্রাথমিকভাবে যেসব কর্মসূচি বিএনপি নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বছরব্যাপী কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আলোচনা সভা, দেশব্যাপী সমাবেশ, জেলা-উপজেলা ও মহানগর পর্যায়ে জনসমাবেশ ও র‌্যালির আয়োজন করা। এছাড়া, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ স্ব স্ব কর্মসূচি নেবে।

ঝালকাঠি আজকাল