• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

স্পেনের বড় জয়ের দিন জার্মানির ড্র

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০  

উয়েফা নেশন্স লিগে স্পেন, রাশিয়া, ওয়েলস গ্রীস ও ফিনল্যান্ড নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে। স্পেন ৪-০ গোলে ইউক্রেইনকে, রাশিয়া ৩-২ গোলে হাঙ্গেরীকে, ওয়েলাস ১-০ গোলে বুলগেরিয়াকে. গ্রীস ২-১ গোলে কসোবোকে আর ফিনল্যান্ড ১-০ গোলে আয়ারল্যান্ডকে হারিয়েছে। তবে, জার্মানি ও সুইজারল্যান্ডের হাই ভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

প্রথম ম্যাচ জার্মানির সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে প্রত্যাশীত জয়ই পেয়েছে ফেভারিট স্পেন। সার্জিও রামোসের জোড়া গোলে ইউক্রেইনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ম্যাচের ৩ মিনিটে ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন রামোস। ২৯ মিনিটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন রামোস। এর ৫ মিনিট পর আনসু ফাতি গোল করলে ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

বিরতির পর ম্যাচের ৮৪ মিনিটে তোরেস গোল করলে ৪ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।  

অপরদিকে, প্রথম ম্যাচে জিততে পারেনি জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিততে পারেনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ১৪ মিনিটে গুনডোগানের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু ৫৭ মিনিটে উইডমারের গোলে সমতায় ম্যাচ শেষ করে সুইজারল্যান্ড। 

এদিকে দিনের অপর ম্যাচে রিমনিওস ও সিওভাসের গোলে কসোবোকে ২-১ গোলে হারিয়েছে গ্রীস। কসোবোর গোলটি করেন ব্রিশা। এছাড়া জেনসেনের গোলে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ফিনল্যান্ড। আর সার্বিয়া ও তুরস্কের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছে। 

ঝালকাঠি আজকাল