• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

স্ত্রীর ভরণ-পোষণও ইবাদত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

 

আল্লাহ তায়ালা পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব অর্পণ করেছেন পুরুষের ওপর। স্ত্রী-পরিবারের জন্য ব্যয় করাটা শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতাই নয়, বরং এটিও সাদাকাহ বা সাওয়াবের কাজ। স্ত্রীর যাবতীয় বৈধ চাহিদা পূরণ করাই সওয়াবের কাজ। সামর্থ্যানুযায়ী ভালো জামা, ভালো খাবারের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। আল্লাহ তায়ালা বলেছেন, 

﴿لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِه وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُه فَلْيُنْفِقْ مِمَّآ اٰتٰهُ اللهُ لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلَّا مَآ اٰتَاهَا سَيَجْعَلُ اللهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا﴾

‘সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় করবে। আর যার জীবিকা সীমিত করা হয়েছে, সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে। আল্লাহ যাকে যতটা দিয়েছেন তার অতিরিক্ত বোঝা তার ওপর চাপান না। আল্লাহ কষ্টের পর স্বস্তি দিবেন।’ [সুরা আত-তালাক, ৬৫ : ৭]

হাদিসে এসেছে :

عَنْ حَكِيمِ بْنِ مُعَاوِيَةَ الْقُشَيْرِىِّ عَنْ أَبِيهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللهِ مَا حَقُّ زَوْجَةِ أَحَدِنَا عَلَيْهِ؟ قَالَ: أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ أَوِ اكْتَسَبْتَ وَلَا تَضْرِبِ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَلَا تَهْجُرْ إِلَّا فِى الْبَيْتِ

হাকিম ইবনু মুয়াবিয়া আল-কুশাইরি তার পিতা থেকে বর্ণনা করেন। তার পিতা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমাদের স্ত্রীদের ওপর আমাদের কী কর্তব্য রয়েছে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘তুমি খেলে তাকেও খাওয়াবে। তুমি পরলে তাকেও পরাবে। তার মুখে মারবে না, কটুকথা বলবে না। আর তাকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকার সুযোগ দিবে না।’ [আবু দাউদ, আসসুনান : ২১৪৪]

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ ﷺ قَالَ: كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُّضَيِّعَ مَنْ يَقُوْتُ

আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মানুষের গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে, পরিবারের ব্যয়ভার বহন না করে তাদের নষ্ট করে।’ [আসকালানি, বুলুগুল মারাম : ১১৪২] 

ঝালকাঠি আজকাল