• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সাহেদের উত্তরার বাসায় মিলেছে সুটকেস, কি আছে এতে?

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

রাজধানীর উত্তরায় একটি বাসায় অভিযান শেষে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ফের র‍্যাব সদর দফতরে নেয়া হয়েছে। অভিযানে ওই বাসা থেকে একটি সুটকেস পাওয়া গেছে, আর এটিকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য।

জানা গেছে, উত্তরার ৪ তলায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সাহেদ এবং সেটি অফিস হিসেবে ব্যবহার হতো। অভিযানে সেখান থেকে একটি সুটকেস ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি। এই সুটকেসে কী আছে সেই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে একটি সূত্রে জানা গেছে, সুটকেসের ভেতরে জাল টাকা ও সাহেদের অপকর্মের কিছু প্রমাণ রয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর বাড়ির ৪ (এ) নম্বর ফ্ল্যাটে র‍্যাবের অভিযান শুরু হয়। এর আগে ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেফতার করে র‍্যাব। সকাল ৯টার দিকে তাকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয় এবং র‍্যাব সদর দফতরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার এই ভবনে অভিযান চালানো হয়। 

করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে গত ৮ জুলাই মামলা করে র‌্যাব। উত্তরা পশ্চিম থানায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এরপর থেকেই পর গা ঢাকা দিয়েছিলেন বিভিন্ন পরিচয় দেয়া সাহেদ।

গত ৬ জুলাই সোমবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের দুটো শাখায় (উত্তরা ও মিরপুর) অভিযান চালায়। বিভিন্ন অভিযোগের কারণে শাখা দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ৭ জুলাই বিকেলে উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‌্যাব।

ঝালকাঠি আজকাল