• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সন্তানরা সন্ধ্যার পরে বাসায় আছে কিনা খোঁজ নিবেন-পুলিশ সুপার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৯  


পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বক্তব্যে বলেন, আপনাদের সন্তানরা সন্ধ্যার পরে বাসায় আছে কিনা তা আপনারা খোজ খবর নিবেন।  আপনার দায়িত্ব আপনার সন্তানরা কার সাথে মিশছে কোথায় আড্ডা দিচ্ছে সে সম্পর্কে খোজ খবর নেওয়া। তিনি আরো বলেন, পুলিশ’র কোন সদস্য মাদকের সাথে সম্পৃক্ত হলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। মাদক না ছাড়লে তাকে কারাগারে থাকতে হবে কে কোন দলের লোক তা দেখা হবে না। ঝালকাঠি থানা এবং কমিউনিটি পুলিশিং ফোরাম, কর্তৃক আয়োজিত পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন’র সভাপতিত্বে আইন শৃঙ্খলার বিশয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গির আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  কাজী  মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)এম.এম.মাহমুদ হাসান,ঝালকাঠি মহোদয় সহ চেম্বার-অব-কমার্সের সভাপতি সালাহউদ্দিন সালেক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার,পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


 

ঝালকাঠি আজকাল