• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সঞ্চয়পত্রের অর্থ আত্মসাৎ : ডাক বিভাগের ২ কর্মকর্তা গ্রেফতার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০  

পুলিশে সোপর্দ করা ডাক বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংক সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে ডাক বিভাগের করা সাধারণ ডায়েরি (জিডি) এজাহার হিসেবে গ্রহণ করে ওই দু’জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডাক বিভাগের ওই দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাৎ: ডাক বিভাগের ২ কর্মকর্তা গ্রেফতার করা হলে দুপুরে তাদের গ্রেফতার দেখানো হয়।

তারা হলেন- সারওয়ার আলম ও নুর মোহাম্মদ।

কোতোয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানিয়েছেন, সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ তাদের দুই কর্মকর্তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদেরকে কোতোয়ালী থানায় সোপর্দ করে। পরে ডাক বিভাগের করা জিডি এজাহার হিসেবে গ্রহণ করে তাদের পুলিশ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ব্যাংক সঞ্চয়পত্রের ৪৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। জিডি মূলে করা এজাহার ও দুই আসামিকে দুদকের কাছে হস্তান্তর করা হবে। দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকই সবরকম ব্যবস্থা নেবে।

ঝালকাঠি আজকাল