• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সংগীত পরিচালক আলী হোসেন মারা গেছেন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১  

বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী হোসেন মারা গেছেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) আমেরিকার একটি হাসপাতালে তিনি মারা যান। সংগীত পরিচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবার। আলী হোসেন বাংলাদেশের সংগীত জগতের এক উজ্জল নক্ষত্র ছিলেন। বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের সৃষ্টি হয়েছে তার হাত ধরে। 

‘হলুদ বাটো মেন্দি বাটো’, ‘চাতুরী জানে না মোর বধূয়া‘ , ‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না’, ‘আরে ও প্রাণের রাজা তুমি যে আমার’, ‘এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে’, ‘ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজেরে যে ভুলে যায় তুলনা খুঁজে না পায়’, ‘কে তুমি এলে গো আমার এ জীবনে’ ইত্যাদি তার উল্লেখ্যযোগ্য জনপ্রিয় গান। 

ঝালকাঠি আজকাল