• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

শেখ হাসিনার সরকার সব সময়েই অসহায় মানুষের পাশে আছে- আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: গণমানুষের সংগঠন আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব সময়েই অসহায় মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। তিনি আজ অনলাইনে ঝালকাঠিতে জেলা পরিষদ আয়োজিত করোনাভাইরাস মোকাবেলায় গরিব, দুস্থ, অসহায় মানুষের মাঝে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এ মন্তব্য করেন।

ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাহাবুব হোসেন ও জেলা পরিষদ সদস্য শারমিন মৌসুমি কেকা বক্তৃতা করেন। কর্মসূচির আওতায় সাড়ে তিন হাজার পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু ও ১ কেজি করে ডাল এবং সাবান ও মাস্ক দেয়া হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রশীদ হাওলাদার এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফিুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ পরে অসহায় নারী-পুরুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। ঝালকাঠি সদর উপজেলায় ৭শত দরিদ্র পরিবারকে জনপ্রতি ১০ কেজি চাল, ৩ কেজি আলু ও ১ কেজি করে ডাল,সাবান ও মাস্ক বিতরণ করেন করা হয়। জেলার ৪টি উপজেলায় ৩ হাজার ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা করা হবে।

 

ঝালকাঠি আজকাল