• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

শেখ হাসিনা সেনানিবাসের পক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ মে ২০২০  

 

ঝালকাঠির রাজাপুরে ৭ পদাতিক ডিভিশন শেখ হাসিনা সেনানিবাস এর পক্ষ থেকে ২২ ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় । দিনব্যাপি সোনবাহিনীর সদস্যরা  চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করেছ । বৃহস্পতিবার সকালে রাজাপুর সরকারি কলেজ মাঠে শেখ হাসিনা সেনানিবাস এর  ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে এবং বরিশালের সিএমএইচ’র পরিচালনায় ও ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। করোনা ভাইরাস পরিস্থিেিত সঠিকভাবে চিকিৎসা সেবা বঞ্চিত শতাধিক মানুষ সোনাবাহিনীর এ চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে বেশ খুশি। ক্যাম্পের প্রবেশ মুখের জীবানুনাশক বুথের মাধ্যমে পুরো শরীর জীবানুমক্ত করার পর সাবান দিয়ে হাত ধুয়ে সামাজিক দুরত্ব নিশ্চিত করে সারিবন্ধ হয়ে বসে একের পর একজনকে সিরিয়ালে নিয়ে তাদের নানা সমস্যার কথা শুনে পরামর্শ, চিকিৎসা ও ঔধষ দেয়া হয়। চিকিৎসা সেবা নেতৃত্ব দানকারী মেজর ডা. শারমিন হক জানান, বিভিন্ন রোগের প্রাথমিক ও ঔষধ দেয়া হচ্ছে এবং বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক (পিএমসি) লে. কর্নেল মোঃ সারওয়ার ই আলম জানান, করোনা সংকটের কারনে সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে না, এ কারনে এ চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন রোগের প্রাথমিক ও ঔষধ দেয়া হচ্ছে। এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।


 

ঝালকাঠি আজকাল