• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

লেবাননের বৈরুত বন্দরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

এক মাস পর ফের লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বন্দরের শুল্কমুক্ত অঞ্চলে এ ঘটনাটি ঘটে। তবে অগ্নিকাণ্ডে হতাহত বা ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত খবর জানা যায়নি।

আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, তেল ও টায়ার রাখা বন্দরের একটি জায়গায় আগুন লাগে। এতে আশপাশের এলাকায় কালো ধোঁয়া উড়ছে।

লেবাননের সেনাবাহিনী বলছে, বন্দরের শুল্কমুক্ত অঞ্চলের ওয়ারহাউস থেকে আগুনের শিখা জ্বলে উঠে।  ওই হাউসে তেল ও টায়ার রাখা ছিল।এরইমধ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেছে।

স্থানীয় টেলিভিশন জানায়, ওই এলাকায় থাকা কোম্পানিগুলোর অফিস থেকে কর্মকর্তা ও কর্মচারীদের বের হতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া নতুন আগুন লাগার খবর একে অপরকে জানাচ্ছেন স্থানীয়রা।

গত ৪ আগস্ট বৈরুতের রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনায় ১৯১ জনের মৃত্যু হয়। আহত হয় ছয় হাজার জন। এ ঘটনায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।আর ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলারে। গুদামে রাখা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে ওই বিস্ফোরণ ঘটে।

 

ঝালকাঠি আজকাল