• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঈদ স্পেশাল রান্না

লাহোরী বিফ কড়াই

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ আগস্ট ২০১৯  

                                                     লাহোরী বিফ কড়াই
যা যা লাগবে :- 
টুকরো করা বিফ-১ কেজি, পানি ৫-৬ কাপ, রসুন কোয়া- ২টি রসুনের, লবন-স্বদমতো, খোসাফেলা টমেটো কিউব- ১/২ কাপ, পিয়াজ কুচি - ১ কাপ, কাচা মরিচ ফালি - ৮টি, আস্ত কাচা  মরিচ - ১০টি, হলুদ গুড়া - ৩/৪ চা চামচ, মরিচ গুড়া - ১ চা চামচ, তেল - ১ কাপ, টক দই - ১/২ কাপ, জিরা গুড়া - ১ টেবিল চামচ, ধনে গুড়া - ১/২ চা চামচ, জায়ফল- জয়ত্রী গুড়া-১/২ চা চামচ, ধনেপাতা- পছন্দ মত।

যেভাবে করবেন :-
বিফের টুকরো, লবণ, রসুন ও পানি একত্রে কড়াই এ নিয়ে ঢেকে জ্বালে বসান। মাঝে মাঝে নেড়েচেড়ে ৮০% সিদ্ধ করে নিন। এ পর্যায়ে ২ কাপ পরিমাণ পানি অবশিষ্ট থাকবে। টমেটো স্লাইস ও পিয়াজ কুচি দিয়ে ঢেকে দিন। টমেটো এবং পিয়াজ কুচি নরম হলে আদা বাটা, কাচা মরিচ ফালি, হলুদ গুড়া, মরিচ গুড়া ও তেল দিয়ে নেড়েচেড়ে ৫-৬ মিনিট রান্না করুন। টকদই  এ্যাড করুন। ধনে-জিরা-জায়ফল জয়ত্রী-গোলমরিচ গুড়া ও সামান্য লবণ দিয়ে ভালমত কসিয়ে নিন। গরম মশলা গড়া, আস্ত কাচা মরিচ ও ধনেপাতা দিয়ে নেড়ে ঢেকে রাখুন ১ মিনিট। নামিয়ে আরো ১০ মিনিট এভাবে রেখে গরম গরম পোলাউ, বিরিয়ানী, রুটি, পরোটার  সঙ্গে পরিবেশন করুন।
 

ঝালকাঠি আজকাল