• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রিপোর্ট নেগেটিভ আসলেও মরদেহ নিচ্ছে না পরিবার, ৪৩ দিন ধরে হিমঘরে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জুন ২০২০  

ময়মনসিংহের ত্রিশালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুর পরবর্তীতে রিপোর্ট নেগেটিভ হলেও আরাফাত হোসেন (১৭) নামে এক কিশোরের মরদেহ দাফন করতে রাজি হচ্ছে না তার পরিবার। ৪৩ দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পড়ে আছে তার মরদেহ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চড়ুতলা গ্রামে ওই কিশোরের বাড়ি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দীর্ঘ দিন ওই কিশোরের মরদেহ হিমঘরে পড়ে আছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার বাবা মজনু মিয়া লিখিত আবেদনের মাধ্যমে মরদেহ নিতে অনীহা প্রকাশ করেন। তবে বৃহস্পতিবার (৪ জুন) নগরীর ভাটিকাশর গোরস্থানে মরদেহ দাফন করা হতে পারে বলে জানান তিনি।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. একেএম মশিউল আলম জানান, করোনার উপসর্গ থাকায় গত ২০ এপ্রিল ময়মনসিংহ নগরীর এস কে হাসপাতালে ওই কিশোরকে ভর্তি করা হয়। দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তারপরও তার পরিবার মরদেহ নিতে অসম্মতি জানায়। এটি দুঃখজনক। তবে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দাফনের উদ্যোগ নেয়া হয়েছে।

ঝালকাঠি আজকাল