• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

রিজিকের পেরেশানি আর নয়

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয়ই কোন প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, যতক্ষণ না তার জন্য বরাদ্দ জীবিকা শেষ হয়; যদিও তা পেতে দেরি হয়। সুতরাং তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং জীবিকা সন্ধানে মধ্যমপন্থা অবলম্বন করো। যা হালাল তা গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো।’ [সুনানু ইবনি মাজাহ: ২১৪৪] 

অতএব, রিজিকের ব্যাপারে খুব বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হতাশ হওয়ারও কোনো সুযোগ নেই। আমাদের জন্য বরাদ্দ রিজিক আমরা পাবই- সেটা যেকোনো উপায়েই হোক-না কেন। তবে, সেই সময়টার জন্য সবর করতে হবে।

আল্লাহ তায়ালা বলেন, ‘আর যে আল্লাহকে ভয় করে, তার জন্য তিনি (সমস্যা থেকে) বের হওয়ার উপায় করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তার কাজ চূড়ান্তকারী। অবশ্যই আল্লাহ প্রত্যেক কাজের জন্য একটি (নির্দিষ্ট) পরিমাণ ঠিক করে রেখেছেন।’ [সুরা তালাক : ২-৩]

যতটুকু রিজিক হলে জীবন চলে যাবে, ততটুকু থেকে আল্লাহ কাউকে বঞ্চিত করেন না। স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর জন্য বা বিলাসিতার জন্য মানুষ রিজিক নিয়ে বেশি অভিযোগ করে এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে সীমালঙ্ঘন করে। সুতরাং, হে আদম সন্তান! তুমি রিজিকের ব্যাপারে সবর করো। দুনিয়াতে যা কামাই করবে, তার এক পয়সাও কবরে নিতে পারবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সেই ব্যক্তি প্রকৃত সফল, যে ইসলাম গ্রহণ করেছে, আর তাকে জীবন ধারণে (অভাবও নয়; বিলাসও নয়) পর্যাপ্ত পরিমাণ রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে তুষ্ট থেকেছে।’ [সহিহ মুসলিম : ২৪৭৩, সুনানুত তিরমিযি: ২৩৪৮]

অতএব, রিজিকের পেরেশানিতে আল্লাহকে ভুলে যেও না। অভাবে পতিত হলে আল্লাহর কাছেই ফিরে যাও। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি অভাবে পতিত হয়, এরপর তা সে মানুষের কাছে সোপর্দ করে (অভাব দূরীকরণে মানুষের ওপর নির্ভরশীল হয়), তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হয়ে এর প্রতিকারে আল্লাহর ওপর নির্ভরশীল হয়, তবে অনিতবিলম্বে আল্লাহ তাকে তরিৎ বা ধীর রিজিক দেন।’ [সুনানুত তিরমিযি : ২৮৯৬, মুসনাদ আহমদ : ৪২১৮] 

ঝালকাঠি আজকাল