• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

রাজাপুর প্রতিনিধিঃ

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠী'র রাজাপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনা সভা। সকালে উপজেলা চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় উপজেলা সহকারী ভূমি অফিসার অনুজা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মোঃ জিয়া হায়দার খান লিটন, বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সাবেক অধ্যক্ষ মোঃ শাহজাহান মোল্লা। সহকারি সমবায় কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে সমবয়ীদের মাঝে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন, সমবায় সদস্য হেলেনা বেগম,আল হেমায়েত বহুমুখী সমবায় সমিতি চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম আকন, জয়িতা হেলেনা বেগম প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। সমবায় বিভাগ আয়োজিত অনুষ্ঠানে ০৮টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। 
 

ঝালকাঠি আজকাল