• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে ১ হাজার ২০ জন কৃষকের মাঝে বীজ, সার ও অর্থ প্রদান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  


ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ ১ হাজার ২০ জন কৃষকের মাঝে উন্নত জাতের বীজ, সার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জনাব রিয়াজ উল্লাহ বাহাদুরের ব্যবস্থাপনায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এসকল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরন করা হয়। 
এসময় উপজেলা কৃষি বিভাগে কর্মরত কর্মকর্তা ও সুপারভাইজারগন উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের উদ্যোগে শীতকালীন সবজির জন্য ভুট্টা, মুগডাল ও শীতকালীন সবজি’র (লাল শাক, ঝিঙ্গা, করলা, বেগুন, মিষ্টি কুমড়া)
বীজ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব সহায়তা জনপ্রতি ৫ শত টাকা প্রদান করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জনাব রিয়াজ উল্লাহ বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূট্টার জন্য কৃষকের মধ্যে প্রত্যেককে ২ কেজি করে উন্নত বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, শীতকালীন সবজি’র জন্য (লাল শাক, ঝিঙ্গা, করলা, বেগুন, মিষ্টি কুমড়া) এক প্যকেট করে বীজ ও নগদ ৫’শ টাকা বিতরণ করা হয়। এছাড়া মুগডালের জন্য ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়। কর্মকর্তা আরো জানান, এসব কৃষি সহায়তার মাধ্যমে কৃষকরা তাদের লোসকান পুষিয়ে লাভবান হবেন।

ঝালকাঠি আজকাল