• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

রাজাপুর প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে অবস্থিত রাজাপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজাপুর থানার আয়োজনে উক্ত মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  আলোচনা করেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিদথি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক থেকে আমাদের সদা সর্বদা দুরে থাকতে হবে। এখন থেকেই শিক্ষা নিতে হবে।বেশিবেশি পড়ালেখা করতে হবে। মাদ্রাসার বাংলা প্রভাষক শাহ্ মাহমুদ কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার (রাজাপুর -কাঁঠালিয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, এএসপি (শিক্ষানবিশ)  মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ সহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

ঝালকাঠি আজকাল