• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  


ঝালকাঠি জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের (৫ম পর্যায়) জিওবি খাতের আওতায় জেলার রাজাপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আজ ২৯ সেপ্টেম্বর রবিবার যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, স্যানিটিশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রমসমূহ নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর সচেতনাতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম। এছাড়াও ওরিয়েন্টেশন কর্মশালায় শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিকসহ ৪০ জন অংশ গ্রহণ করে জনগুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন।
 
 

ঝালকাঠি আজকাল