• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০  

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও   প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মনিরউজ্জামান।

ইউএনও মো: মোক্তার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সহ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, যুব উন্নয়ন কর্মকর্তা আল আমিন বাকলাই প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা সকল শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতিচারন করে বলেন, তৎকালীন পাকিস্তানিরা বর্তমান জামাত রাজাকার, আল বদর আস সামস বুদ্ধিজীবিদের হত্যা করে এই বঙ্গবন্ধুর বাংলাদেশকে নিরক্ষরতা করতে চেয়েছিল। তারা কখনওই এই স্বাধীন চাননি এবং পাকিস্তানিদোসর হয়ে কাজ করছেন। বক্তারা সকল শহীদ বুদ্ধিজীবিদের আত্তার মাগফিরাত কামনা করেন। 

ঝালকাঠি আজকাল