• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে মাদক সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে মাদক সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মঙ্গলবার সকালে মাদক সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে আলোচনা সভা আয়োজন করে মঠবাড়ি ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, মামুনুর রশিদ,ডেজলিং তালুকদার,তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

সভায় বলা হয় মাদক সন্ত্রাস নাশকতা জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন করতে হবে। কোন প্রকার বাল্যবিবাহ দেয়া যাবেনা। কোথাও বাল্যবিবাহ দিলে তা প্রশাসনকে অবতি করে প্রতিরোধ করতে হবে। মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে মাদক ব্যবসায়ীদের চিহিৃত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে।

ঝালকাঠি আজকাল