• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে ভ্রাম্যমান আদালতে ৩ জনকে অর্থদন্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

 

ঝালকাঠির রাজাপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা সংলগ্ন বিষখালি নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয় এবং ড্রজারসহ দুটি বোর্ড জব্দ করে। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার তার কার্যালয়ে এনে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩ জনকে ৫০ হাজার টাকা ঝরিমানা করে এবং একজনকে নির্দোশ প্রমানিত হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। দন্ড প্রাপ্তরা হলো রাজাপুর উপজেলার পুখরীজনা এলাকার জুলফিকার শরীফ এর পুত্র মোঃ রাজিব শরীফ (১৮), আবুবকর শরীফের পুত্র কামাল শরীফ (৪০)ও ঝালকাঠি দপদপিয়া গ্রামের মৃত আশ্রাব আলী হাং পুত্র জসিম হাওলাদার (৪০)। জানাগেছে, দীর্ঘদিন থেকে তারা বিষখালি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। স্বীকারোক্তি মোতাবেক আজ বুধবার রাত ৮ ঘটিকায় বিজ্ঞ আদালত এ আদেশ প্রদান করেন।


 

ঝালকাঠি আজকাল